একটি প্রেমের গল্প
আলাপের শুরুতেই তুমি আমাকে একটি চারাগাছ উপহার দিয়েছিলে । সেই চারাটাকে
আমি টবে পুঁতেছিলাম । সকাল বিকেল রোজ
জলও দিয়েছি নিয়ম করে ।
চারাটা একটু একটু করে বাড়ছে । ছাড়ছে নতুন নতুন পাতাও । একদিন ফুল এলো । কিছুদিন পর ফল । পরিচয় পেলাম, গন্ধরাজ লেবু বলেই ।
লেবুর ভারে নুয়ে পড়েছে গাছটা, এতো তার
ফলন । প্রতিদিন ডালের সাথে লেবু খাই এখন ।
অথচ তোমার উপর নির্ভরতার কাল ফুরলো বুঝি ! অবিশ্বাস কুরে কুরে খায় ভালোবাসা ।
কথা খেলাপের তোড়ে সম্পর্কও যায় যায় !
শুধু গাছটা জানান দেয় সম্পর্ক কত মধুর ।
আকারে ইঙ্গিতে বলে কীভাবে তাকে বাঁচাতে
হয় । আজই তোমার জন্য তোমার দেয়া গাছের
গন্ধরাজ লেবু এনেছিলাম, মিতা । অথচ কথা দিয়েও তুমি এলে না !
No comments:
Post a Comment