Monday, December 31

অণুগল্প : প্রগতি মাইতি








ঘুড়ি ও বিন্দু 


কখন ঘুড়িটা ভোকাট্টা হয়ে গেছে - টের পায়নি বিট্টু। অভ্যাস মতো ডান হাতে সুতো ধরে কেরিকাচার করেই চলেছে। বিট্টু বুঝতেই পারেনি যে তার লাটাইয়ে সুতো আর বেশি নেই। সুতোর টান যে আগের মতো নেই তাও ঠাওর করতে পারেনি সে। ঘুড়িটা বিট্টুর কাছে একটা বিন্দুর মতো মনে হচ্ছিল। সে তার ঘুড়িটা বিন্দুর মতোই দেখতে চেয়েছিল একদিন।


No comments:

Post a Comment