Monday, December 31

অণুগল্প : শিল্পী দত্ত









তিতলি



—আমাকে কেন হস্টেলে পাঠিয়ে দিচ্ছো মা?আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাবোনা।
—সোনা আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি চাই তুমি অনেক পড়াশোনা করে খুব বড় মানুষ হও। কিন্তু এখানে তো ভালো স্কুল নেই তাই তুমি ওখানে থেকেই পড়াশোনা করবে আর আমি তো প্রতি মাসেই তোমার সাথে দেখা করতে যাবো।
—তিতলি কাঁদতে কাঁদতে বলল ‘পাক্কা প্রমিস’?
—হ্যাঁ সোনা পাক্কা প্রমিস। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো।
     তিতলি ঘুমিয়ে পড়লে অনু পাশের ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে বলল
—আমাকে ক্ষমা করিস সোনা। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। তোর বাবা চলে যাওয়ার পর যে পশুগুলো আমাকে এই নরকে নিয়ে এসেছে আর কয়েকবছর পর তারা তোর ওপর থাবা বসাবে, তোকে ছিঁড়ে খাবে। তাই আমি অনেক ভেবেই তোকে আমার থেকে আলাদা করছি।



No comments:

Post a Comment