খুশি তো?
অনেকদিন বাদে সেদিন বাসে দেখা হয়ে গেল ওর সঙ্গে। দূরের একটা সিটে বসে আছে ও। একসময় মিতার সঙ্গে আমার অনেক কথা হতো। কল্পনাও ছিল।.... কিন্তু, সবই শেষ হয়ে গেল। কার অপরাধে জানি না।
ও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। মুখে একটা বিস্ময়, একটা কষ্টের চিহ্ন পষ্ট দেখতে পাচ্ছিলাম।
বাসটা একটা স্টপেজে এসে দাঁড়াতেই এক ভদ্রলোক ওকে জড়িয়ে ধরে সন্তর্পণে নেমে গেল। দুজনেই।.... ভাবলাম, মেয়েটা কি সারাজীবন একটা পায়ের ওপর ভরসা করেই চলবে?
মিতা দূর থেকে আমার দিকে তাকাতে তাকাতে হয়তো বলতে চাইছিলো, 'শেষ পর্যন্ত আমি তোমাকে এই কষ্টটা দিলাম না।.... খুশি তো? '
No comments:
Post a Comment