কাসবের মা
ভারতীয় সেনাদের হাতে ধরা পড়েছে উগ্রপন্থী কাসব। বারবার ওর ছবি ফুটে উঠছে টিভি স্ক্রিনে। কাসবের মা জোর আর্তনাদ করে উঠলো। কাসব, কাসব বেটা........। পাকিস্তান থেকে সেই শব্দ আছড়ে পড়ল ভারতে। কাসবের বুকটা যেন একটু ধাক্কা খেল। নড়ে উঠলো। জ্ঞান হারালো কাসবের মা।
দৃশ্য দুই
জ্ঞান ফিরলে জোর করে আবার টিভির স্ক্রিনে চোখ রাখে কাসবের মা। আগ্নেয়াস্ত্র হাতে ছুটছে হিংস্র কাসব। জোর চিৎকার করে উঠল কাসবের মা, ইয়ে মেরা বেটা নেহি হ্যায়। বো তো বহুৎ ছোটা হ্যায়। হাম তো উসে খিলোনা বন্ধুক খরিদকে দিয়ে থে.......!
Darun
ReplyDeleteধন্যবাদ পাঠক।
ReplyDeletekhudro porisore osamanno vabnadhara......
ReplyDelete