Wednesday, May 1

পার্থ প্রতিম পালের অণুগল্প




পাখি ও আমি


হাই ভোল্টেজ ইলেকট্রিকের তারে দুটি ঘুঘু, বসে আছে দীর্ঘক্ষণ। মধুরিমা নিষ্পলক দৃষ্টিতে দেখে যাচ্ছে ---- ব্যালকনির ইজি চেয়ারে বসে। হাতে ওয়ান টাইম পেন আর লেটার প্যাড।  লিখছে আর কাটছে.. মুখে পেন স্পর্শ করাতে করাতে কমলার খোশার মত ঠোঁট শ্রাবণের আকাশের মত কালচে হয়ে উঠেছে; তবু গল্প লেখার প্লট পেলোনা। হঠাৎ, ইয়েস ইয়েস বলে লিখে ফেললো.... হাই ভোল্টেজের তারে দুটি পাখি বসে থাকতে পারে  অথচ শান্তনু! আমরা ইজি চেয়ারে বসে পাশাপাশি বসতে পারলাম না। তুমিতো পাখিদের খুব ভালোবাসতে... ভালোবাসতে হলদে গোলাপ, ভ্যানিলা আইসক্রিম, শাম্মী কাবাব,শক্তির কবিতা,ডেনিম ডিও,রিমলেস গ্লাস,আর অ্যাডভেঞ্চার।

৩২ বছর পর,প্রাণহীন ভালোবাসাগুলো সবই তোমার কাছে বর্তমান....

পাখিও নেই,আর..... আমি!!


No comments:

Post a Comment