Tuesday, April 30

প্রদীপ রায়ের অণুগল্প



স্বপ্নের ভাষা


নুকু বর্মন, রোল নম্বর...... চা...ই । উফঃ ! কী যে লিখিস ?
চাইর ছার চাইর— মোর রোল নাম্বার।
এসব ভাষা আর তোদের চলবে না রে।
ক্যানে চইলবে না মাস্টার, ক্যানে চইলবে না ?

আগেও বলছি এসব ভাষা দিয়ে আন্দোলন বা আর যাই হোক, লেখাপড়া চলে না।

ওই এক দুখান কথায় তো লেখিচোং মাস্টার মশাই।

তোকে কতবার বলছি ‘ডাল’ আর ‘ঠেইল’ এক জিনিস নয়.........

ক্যানে মাস্টার মোশাই— মুই যে দেখিচোং বাড়ির বগলোত কাঠোলের ঠেইলোত পখি বোসিয়া শুন দুপরোত ফটিক জল, ফটিক জল করে— উনায় তো মোর মনের ভাষাৎ কথা কয়। উনায় তো সোনার পখিও নোয়ায়, হীরার পখিও নোয়ায়। তোমার ‘ডালে’ বোসি থাকা ‘পাখি’লা কী বোইয়ের ভাষায় কথা কয় ?

দ্যাখ, দ্যাখ— মুখের ওপর তর্ক করিস না, ‘ডালের’ বদলে ‘ঠেইল’ লিখলে তোকে নম্বর দেব না— যতই তোর চোদ্দ গুষ্ঠির ভাষা হোক। হু—  হতচ্ছারা, পাখির ভাষা শেখাচ্ছে ।

তোমরায় না একদিন কইলেন মাস্টার, ভাষা দিবস না কি কয়, ইস ! ভুলি গেলুং। তা কইলেন, সগাকে মাঠত ড্যাকেয়া যে ‘মাতৃভাষা’ক সম্মান দিবার নাগে, এইলা হোইল আমার স্বপ্নের ভাষা।

কিন্তুক মাস্টার ! সেদিনকার কথালা মোর মনটাত চিন্তাত ফ্যালেয়া দিচে। রাতিবেলা যে স্বপ্ন দেখং সেইলা তো বইয়ের পাতাত ছাপা লেখালা নোয়ায়। তাইলে ক্যানে মাগোর (মায়ের) ভাষাক সম্মান দিবার কয়্যা ‘ঠেইল’ লেখিচোং বুলিয়া নোম্বর দিবার না চান।

ও হো হো... !
ক্যানে মোর শুন দুপরার পখিটাক ঠেইলোত মারিয়ে ‘সোনার পাখি’ বানেয়া ‘ডাল’ত বসেয়া দিবার চান, ক্যানে চান, মাস্টার !

No comments:

Post a Comment