প্রগতি মাইতি
শূন্য
ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন আমার রেজাল্ট দেখে বাবা চুপ। বাবাকে গম্ভীর মুখে দেখলে আমার খুব ভয় হয়। তখন আর কোনো কথা বলা যাবে না। কিছুক্ষণ পর বাবা বললো, তোর প্রত্যেকটা সাবজেক্টে নম্বরের বাঁদিকের শূন্য কবে ডানদিকে বসবে বলতে পারিস ? সেদিন আমি শূন্য থেকে শুরু করেছিলাম।
দারুণ
ReplyDelete