ডিলিট
রাকা যখন বাস থেকে নামল তখনও বৃষ্টি পড়ছে l ছাতা নিয়ে বের হলেও বাসস্ট্যাণ্ড থেকে বাড়ি— এই রাস্তাটুকু আসতে ভিজে একসা l আজ শনিবার, তাড়াতাড়ি স্কুল ছুটি l বিকেলে মাকে নিয়ে ডাক্তার বাবুর চেম্বারে যেতে হবে চেক-আপে l
বাড়ি ঢুকতেই মা বলল, জানিস রাকা রজত আজ ফোন করেছিল l
—কেন? সেসব পাট তো চুকিয়ে দিয়ে এসেছি l আমি ওর ব্যাপারে আর ইন্টারেস্টেড নই l
—বলল, তোর সাথে নাকি জরুরি দরকার l বিকেলের দিকে আসবে বলেছে l
রাকা আর কথা বাড়ায় না l মাকে বলে, ভিজে গেছি খুব l একটু কড়া করে চা কর তো মা l
—তুই চেঞ্জ করে আয়, আমি চা বসাচ্ছি l
রজতকান্তি রায় l স্কুলমাস্টার বাবার প্রিয় ও মেধাবি ছাত্র l এম বি এ করার পর কর্পোরেট দুনিয়ায় মোটা বেতনের চাকরি l রাকা মাস্টার্স আর বি এড করে এস এস সি দিয়ে একটা স্কুল জয়েন করেছে l বাবা একদিন সান্ধ্যভ্রমণ সেরে বাড়ি ফিরে জানাল, রাকার একটা সম্বন্ধ করে এলাম l রবিবার ওকে দেখতে আসবে l
রাকার মা তো অবাক l
—কী বলছ তুমি? সম্বন্ধ, দেখতে আসবে l তুমি রাকার মত নিয়েছ? ও এখন বিয়েতে রাজি হবে?
—শোন, ছেলেটি আমার ছাত্র ছিল l ওর নাম রজত l ওর বাবা সুবিমল আমার কলেজবন্ধু l রাকাকে চেনে l ওর মেয়ে প্রিয়া, আমাদের রাকার সঙ্গে একই নাচের স্কুলে নাচ শিখত l রাকাকে সুবিমলের খুব পছন্দ,তাই ছেলের বউ করতে চায় l
এরপর একটু থেমে রাকার বাবা আরও বলেছিল, আর মাত্র এক বছর আমার চাকরি আছে l আমার তো কোন ছেলে নেই, আমার অবর্তমানে কে রাকার বিয়ে দেবে?
তাই আমি চাই, চাকরি থাকতে থাকতে রাকাকে পাত্রস্থ করতে l এখন তোমরা যদি অমত কর, তাহলে থাক l
রাকা বাবার দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল l বিয়ে সে করবে l তবে শর্ত দিয়েছিল l বিয়ের খরচ সে ব্যাঙ্ক থেকে পার্সোন্যাল লোন নেবে l মাসে মাসে তার মাইনে থেকে ইএমআই কাটা যাবে l বাবাকে সে নিঃসম্বল হতে দিতে পারে না l
বিয়ের দু’তিন বছর পর থেকে রজতের পরিবর্তন শুরু হল l সে শুধু কাজের জায়গায় প্রমোশন আর উপরে ওঠার সিঁড়ির খোঁজে ব্যস্ত হয়ে পড়ল l অফিস মিটিং পার্টি l এরই মধ্যে অফিসের বস মিস বিয়াসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ল l বিজনেস ট্যুর আছে বলে দিনের পর দিন বাইরে যেত l ড্রিংকের মাত্রাও বেড়ে চলল l প্রথম প্রথম রাকা বুঝিয়েছিল l
— কী দরকার অত টাকা আর প্রমোশনের পেছনে ছোটা l বেশ তো আছি আমরা l শুধু শুধু টেনশন নেওয়া l তার থেকে আমাদের দু’জনের মাঝে তৃতীয় কেউ আসুক l
ছিটকে গিয়েছিল রজত l বিকৃত মুখভঙ্গি করে রূঢ়স্বরে বলেছিল, এই না হলে মাস্টারনি l যত্তসব ন্যাকামি l স্বপ্ন দেখতেই শেখেনি l রাবিশ l
রজতের এই রূপ রাকা ভাবতেই পারে নি l সেদিন মনে মনে শুধু আহত হয় নি, নারী হিসেবে অপমানিত বোধ করেছিল l
এরপর নিজেকে শামুকের মত গুটিয়ে নিয়েছিল l শক্ত খোলসের আবরণে নিজের সব চাওয়া-পাওয়া আর স্বপ্নকে ঢাকা দিয়েছিল l রজত কিন্তু থামেনি l বাড়িতে পার্টি অ্যারেঞ্জ শুরু করল l অনেক রাত পর্যন্ত নাচ-গান হৈ-হট্টগোল l রাকার কোন আপত্তি কানে তুলত না l দিন দিন কেমন মরিয়া আর হিংস্র হয়ে উঠতে লাগল l মাত্রা ছাড়াল যেদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে কয়েক লাখ টাকা চাইল l কারণ জেনে রাকা কঠিন হয়েছিল l বলেছিল, না, টাকা আমি দেব না l প্রথমত অত টাকা আমার কাছে নেই l আর দ্বিতীয়ত থাকলেও আমি হোটেলের বিল মেটাতে টাকা দেব না l
রজত খেপে গিয়ে হাতের কাছে থাকা কাঁচের গ্লাস ছুঁড়ে রাকার কপালে মারল l রক্তাক্ত রাকার ধৈর্যের বাঁধ ভাঙল l সে সিদ্ধান্ত নিল আর না l এ সম্পর্ক থেকে মুক্তি চাই l
সুযোগও এসে গেল l কয়েক দিন পর মা ফোন করল, তোর বাবার খুব শরীর খারাপ l আমার কেমন ভয় করছে l বোধহয় হাসপাতালে নিয়ে যেতে হবে l তুই একবার আসবি, মা?
সেদিনই রাকা ও-বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এল l আর সে মাসেই পর পর দু’বার অ্যাটাক হয়ে বাবা চলে গেলেন l
সেই থেকে রাকা মায়ের কাছে l ফোনে শাশুড়িকে বলে দিয়েছে, সে সেপারেশন চায় l ও বাড়িতে আর ফিরবে না l
একদিনের জন্যও রজত মাকে ফোন করে নি l বাবার কাজের সময় ও নাকি বিদেশে ট্যুরে ছিল l বাবা চলে যাওয়ার পর আস্তে আস্তে মাকে অনেকটা স্বাভাবিক করেছে রাকা l এমন সময় কানে এল অনেক কথা l যাকে সিঁড়ি করে রজত কোম্পানীর শিখরে পৌঁছতে চেয়েছিল, সেই মিস বিয়াস তাকে পথে বসিয়ে অন্যতম এম ডি মিঃ চৌধুরীর কাঁধে ঝুলে পড়েছেন l রজতের প্রমোশন তো হলই না, উল্টে মিস বিয়াসের তছরূপ করা অনেক টাকার দায় ওর ঘাড়ে পড়েছে l মোটা ফাইন দিয়ে চাকরি বাঁচিয়েছে রজত l
মা চা দিতে রাকা কাপ হাতে বারান্দায় গিয়ে দাঁড়াল l এখন আর বৃষ্টি নেই l গাছের মাথাগুলো বৃষ্টি-ধোওয়া হয়ে বেশি সবুজ দেখাচ্ছে l সাধারণ স্কুলমাস্টারের আটপৌরে মেয়ে জীবনে খুব বেশি স্বপ্ন দেখেনি, শুধু মর্যাদা নিয়ে বাঁচতে চেয়েছিল l সেই মর্যাদায় আঘাত l অভিমানী রাকার চোখ জলে ভরে গেল l ঝাপসা চোখ নিয়ে সে দেখল, একটা গাড়ি দাঁড়াল গেটের সামনে l রাকা দেখল রজত নামছে l ও তাড়াতাড়ি নিচে নেমে এল l এসিটা অন করে রজতকে বসার ঘরে বসাল l ওকে কেমন কাহিল দেখাচ্ছে l অফিস থেকে সোজা এসেছে l রাকাকে এক পলক দেখে রজত বলল, কেমন আছো?
—ভালো l রাকা মুখ নিচু করে হাতের বলাটায় একবার হাত বুলিয়ে নিল l তা হঠাৎ কী এমন জরুরি দরকার পড়ল?
—জরুরি তো বটে, দরকারও l
—যা বলার তাড়াতাড়ি বল l মাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাব l
—শুনেছ তো নিশ্চয়ই l সব ব্যাপার l
—হ্যাঁ, তোমার মা আমার মাকে ফোন করেছিল l
—আমি আমার ভুল বুঝতে পেরেছি l সরি, বাড়ি ফিরে চল রাকা l
—তা আর হয় না রজত l অনেকটা সময় চলে গেছে l আমি আবার নতুন করে সবকিছু ভাবতে শুরু করেছি l তোমার মানসিকতার সঙ্গে আমার কোন মিল নেই l তাছাড়া মা এখন একা, আমাকে মায়ের পাশে থাকতে হবে l
রাকা সোফা থেকে উঠে দেয়াল আলমারির কাছে গেল l পাল্লা খুলে কিছু পেপার্স বের করে রজতের সামনে রাখল l
—আমি ল-ইয়ারকে দিয়ে আমাদের মিউচিউয়্যাল সেপারেশনের ডিড করিয়ে রেখেছি l সইও করে দিয়েছি l তুমি সই করে কোর্টে জমা দিলেই হবে l আমার কোন ক্লেম নেই l তুমি তোমার মনের মত একজন গতিশীল অ্যাম্বিশাসী আধুনিকাকে বিয়ে কর l
—তা হয় না রাকা, প্লিজ ফিরে চল l
—কোন ভাবেই আমার সিদ্ধান্ত বদলাবে না l
—তুমি তাহলে তোমার জীবন থেকে আমাকে ডিলিট করে দিচ্ছ?
—হয়তো তাই l ইনবক্স ভরে গেলে লোক তো তাই করে l
টেবিল থেকে পেপার্সগুলো নিয়ে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল রজত l ওর গাড়ি বের হবার শব্দ কানে যেতেই রাকা আকুল হয়ে কান্নায় ভেঙে পড়ল l আজ সত্যি সে তার জীবন থেকে একটা অধ্যায়কে ডিলিট করে দিল l
ভালো লাগলো
ReplyDelete