সনৎ বসু
পাগল
লোকটা কবিতা লেখে
সংসারের কিছুই বোঝে না
ভূত ভবিষ্যৎ বোঝে না
সারাদিন রসের খোঁজে মাতাল
আর বিড়িতে শিল্পের টান
ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কবিতার চাষ
ফ্রেন্ড লিস্টে দুজন প্রেমিকা
ভিডিও কলে শরীর দেখায়, দেখে
লোকটার তাতেও শিল্পের নেশা
বৌ বলে কাজে যাও, আয় করো
ছেলে বলে টাকা দাও, ফিস দেবো
ভাই বলে সই দাও, জমি দেবো ৷
লোকটা ফ্যাল ফ্যাল করে তাকায়
কিছুই বলে না
যুৎসই শব্দ খোঁজে ৷
এক ভোরে দরজায় টোকা ৷
কে?
ঘর ছাড়ুন দাদা, বাড়ি ভাঙবো ৷
রাস্তায় গাড়িতে বৌ, ছেলে, ভাই ৷
বিপদটা তখনো বোঝেনি ৷
কবিতায় চমৎকার হাত লোকটার ৷
কবিরা উদাসীন, না কি পাগল ?
ReplyDeleteকবিরা উদাসীন, না কি পাগল ?
ReplyDelete