Monday, December 30

জ্যোতির্ময় ভট্টাচার্যের অণুগল্প : উচিত অনুচিত




জ্যোতির্ময় ভট্টাচার্য
উচিত অনুচিত


তনিমা কিছুতেই মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে না । অরিত্রর সঙ্গে সম্পর্কটা ভেঙ্গে যাবার পর ওর আর কিছুই ভাল লাগে না ।কেবল মনে হয় সম্পর্ক ভেঙে দেওয়ার মত অনুচিত কাজটা কী করে অরিত্র করতে পারল!

বাড়ির লোক, বন্ধুরা ওকে খুশি রাখার অনেক চেষ্টা করে কিন্তু তবু ওর মনের ভার লাঘব হয় না ।

আজ ফোনে তনিমার বন্ধু সুজাতা রেগে গিয়ে বলল, 'তোর কী করা উচিত কী উচিত নয় সেটা তুই বুঝতে পারছিস না,  তাই এখনও এই যন্ত্রণা নিয়ে পড়ে আছিস । যে তোকে ছেড়ে গেছে, অনুচিত কাজ করেছে তোর ও উচিত তাকে মন থেকে ঝেড়ে ফেলা ।'

ফোন শেষ হলে চুপ করে বসে থাকে তনিমা । ও জানে ওর কী করা উচিত আর কী করা উচিত নয় । তবুও মন মানে না ।ওর যা করা উচিত তা বুঝেও করতে পারে না।

আজ তনিমার মনে হয় কাজটা অরিত্র উচিত অনুচিত যাই ভেবেই করুকনা কেন তার জন্য ওকে আর দোষ দিয়ে লাভ নেই ।

No comments:

Post a Comment