Thursday, January 3

অণুগল্প : বাবলু কুমার ঘোষাল




গ্রহণ

মুস্তাফা শেখের খড়ের চালে আগুন দিয়েছে সনাতন। মুস্তাফার অপরাধ, ও  নামাজ পড়ে। সনাতন মণ্ডল সকাল-সন্ধ্যে ঠাকুর ঘরে ধূপ দেয়।

রাগে ফুঁসতে ফুঁসতে মুস্তাফাও সেই রাতে সনাতনের মাঠের ধানে আগুন ধরিয়ে দেয়।

সকাল থেকেই একজন ঘর হারিয়ে আর অন্যজন ভাত হারিয়ে রাগে কাঁপছে।

এদিকে শীতের সকালের মিঠে রোদে মুস্তাফার পোড়া ঘরের চাতালে মুস্তাফা ও সনাতনের পোষা নেড়ি কুকুর দুটো গা জড়াজড়ি করে ঘুমোচ্ছে।

3 comments: