Sunday, December 29

সুকুমার রুজের অণুগল্প : জামা






সুকুমার রুজ
জামা

 সোনাদা, পঞ্চাশ হাজার  টাকার খুব দরকার, ধার দেবে? সামনের মাসেই তো ভোট, ভোট পেরোলেই শোধ দেব!
 ---- এত টাকা কী করবি রে!
 ---- একটা জামা কিনবো।
---- জামা! পঞ্চাশ হাজার টাকার!
 ----- পঞ্চাশ হাজার নয়, ষাট হাজার টাকার। দশ হাজার জমিয়েছি।
 ----- সেতো তোর তিন মাসের রোজগার। তোর মাথার ঠিক আছে তো!
 ------ হ্যাঁ, তার জন্যই তো ওই জামা কিনবো। ওই জামা গায়ে দিলে আর আমার টাকার চিন্তা করতে হবে না।
 ----- কী রকম! জামার এত বিশেষত্ব কী?
----- ওই জামার রং বদলায়। যখন যেখানে যে মিটিং - মিছিলে যাব,
তখন প্রয়োজন অনুযায়ী সেটা লাল, নীল-সাদা, গেরুয়া কিংবা সবুজ রঙের হয়ে যাবে। ভোটের আগে এক মাস মিটিং-মিছিলে গেলেই...
 ------ চল, আমিও তোর সঙ্গে যাবো জামা কিনতে।


1 comment:

  1. অসাধারণ।সত্যিই আজকের সমাজের প্রতিচ্ছবি এই গল্পে দেখা গেল।দিন বদলায়,রং বদলায়,তাই জামাও বদলায়।অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete